



কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৮৭ সালের জুলাই মাসে প্রায় ৩.৫ একর জায়গায় উপর প্রতিষ্ঠিত এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বর্তমানে কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, এবং মানবিক এই তিনটি প্রধান শাখায় একাদশ শ্রেণি থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান আছে। প্রায় ১৫০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে, যা প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা ও শিক্ষাদানের সক্ষমতার প্রমাণ। কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করছে।প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞানের আলোয় আলোকিত হবে শিক্ষার্থীদের মেধা ও মনন, সৃজন উৎসবে মেতে উঠে নেতৃত্বের নব আলোক ধারায় বিনির্মাণ করবে নতুন বিশ্ব।